en

সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে আমাদের পাঁচটি দায়িত্ব

উত্তর(১):- ১) কারো ক্ষতি না করা।
২) সামাজিক সম্পদ সংরক্ষণে যত্নশীল হওয়া।
৩) বয়জৈষ্ঠদের প্রতি সম্মান দেখানো।
৪) ছোটদের প্রতি স্নেহ ও আদর করা।
৫) সামাজিক শৃঙ্খলা বজায় রাখা।

উত্তর(২):- ১) সমাজের নিয়ম শৃঙ্খলা মেনে চলা।
২) সমাজে বড়দের সম্মান ও শ্রদ্ধা করা।
৩) সামাজিক কাজে অংশগ্রহণ করা।
৪) প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো।
৫) ছোটদের স্নেহ ও ভালবাসা।

উত্তর(৩):- ১ বড়দের সম্মান করা
২ ছোটদের স্নেহ করা
৩ সমাজোর একে অপরকে সাহায্য সহযোগিতা করা
৪ সবাই মিলেমিশে কাজ করা
৫ অশ্লিলতা হতে বিরত থাকা

উত্তর(৪):- সমাজকে সুন্দর রাখতে হলে আমাদের নিম্নোক্ত কাজগুলো করা উচিয়-
১. সমাজের সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে।
২. বড়দের শ্রদ্ধা করতে হবে।
৩. ছোটদের স্নেহ করতে হবে।
৪. সমাজ গর্হিত কোন কাজ করা যাবেনা।
৫. সমাজের কল্যাণমূলক কাজে অংশগ্রহন করতে হবে।

উত্তর(৫):- ১)সমাজে বিভিন্ন ধর্ম-জাতিগোষ্ঠীর লোক বাস করে।তাদের সাথে সহনশীল হতে হবে।অর্থাৎ কোনোভাবে সাম্প্রদায়িকতা কাম্য নয়।
২)একে অন্যের বিপদে আপদে এগিয়ে যেতে হবে।পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতা গুরুত্বপূর্ণ।
৩)অন্যায়ের প্রতিবাদ করতে হবে।অন্যায়কে প্রশ্রয় দিলে তা থেকে আরো বড় অন্যায় সংঘটিত হতে পারে।
৪)পরিবেশের প্রতি নজর দেওয়া প্রয়োজন।পরিবেশের ক্ষতি সমাজে পরোক্ষভাবে সবচেয়ে বেশি প্রভাব ফেলে।তাই সংঘবদ্ধভাবে আমরা পরিবেশের উন্নয়নে কাজ করতে পারি।
৫)নিরক্ষরতা দূরীকরণে নিজ নিজ অবস্থান থেকে যেভাবে সম্ভব,এগিয়ে আসতে হবে।

আরও জানুন:-

প্রশ্ন: হবিগঞ্জ জেলার পাঁচটি বিখ্যাত পর্যটন স্থান

জাতীয় উদ্যান,মুক্তিযুদ্ধের স্মৃতি... বিস্তারিত

প্রশ্ন: গণতন্ত্র এবং পরিবারতন্ত্রের মধ্যে পাঁচটি পার্থক্য

কিন্তু পরিবারতান্ত্রিক অবস্থায়... বিস্তারিত

প্রশ্ন: মানুষের মৌলিক অধিকার কয়টি ও কী কী?

খাদ্য, বাসস্থান, পোশাক,... বিস্তারিত

প্রশ্ন: চট্টগ্রাম বিভাগে জেলার সংখ্যা কয়টি ও কী কী?

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্ধরবান,... বিস্তারিত

প্রশ্ন: গাজীপুর জেলার থানার সংখ্যা কয়টি এবং কি কি?

কালিয়াকৈর, কাপাসিয়া, গাজীপুর... বিস্তারিত

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো